Saturday, June 20, 2015 01:47:47 AM
চাঁদপুর টাইমস ডেস্ক :
‘অসুস্থ অবস্থায় চেয়ারে বসে নামাজ পড়া নাযায়েজ’ ইসলামিক ফাউন্ডেশনের বিতর্কিত এই ফতোয়ার পর নতুন করে আবারো আলোচনায় ইসলামিক ফাউন্ডেশন।
শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের ডিজি শামীম মোহাম্মাদ আফজাল বলেছেন, পিস টিভি ইসলাম বিরোধী কথাবার্তা বলে।
ড. জাকির নায়েক ইসলাম ধর্মের মাঝে বিভক্তি ছড়ানোর চেষ্টায় রয়েছেন কিন্তু রোজা কুরবাণী আসলে তিনি ঠিকই যাকাত আদায় করেন।
আমরা ইসলামিক ফাউন্ডেশন এবং সারাবিশ্বের কিছু ওলামায়ে কেরাম এই মর্মে একমত হয়েছি যে পিস টিভির বয়ান সমূহ দেখা বা শোনা বেদাত।
পিস টিভি বা এই ধরনের প্রতিষ্ঠানসমূহকে যারা যাকাত প্রদান করেন তাদের যাকাত আদায় হয় না।
এই সকল ইসলাম বিরোধী কর্মকান্ড রুখে দাড়াতে আহ্বান জানান তিনি।
শুক্রবার ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত যাকাত আদায় সম্মননা অনুষ্ঠানে তিনি এই সকল কথা বলেন।
চাঁদপুর টাইমস :ডেস্ক/ডিএইচ/২০১৫