চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার ইসলামী সংগঠন, তৌহিদি জনতা ও মুসল্লীদের উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে শনিবার (২৭ মে) বিকেলে র্যালি ও মিছিল অনুষ্ঠিত হয়।
বাজারের কেন্দ্রীয় শাহী জামে মসজিদ গেইট থেকে আলহাজ্ব মাওলানা মোঃ তাজুল ইসলাম চাঁদপুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিনুল হক বেপারী ও ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ কামাল হোসেন খানের নেতৃত্বে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মতলব উত্তর থানা প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জয়নাল আবেদিন, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সোহরাব হোসেন, ছেংগারচর বাজারের বাড়িয়া ডায়াগনিস্টিক সেন্টারের মালিক ও পরিচালক মো. দেলোয়ার হোসেন, উত্তর ঠাকুরচর খানবাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. শাহজাহান, ব্যবসায়ী মো. ইব্রাহিম লস্কর, মো. আমির হোসেন শিকদার, সেরাজুল দর্জি, আ. হান্নান, মোঃ ফখরুল, লিটন, রাসেল, হাবিবুর রহমানসহ অসংখ্য মুসল্লী।
আলোচনা সভায় ছেংগারচর বাজারে পবিত্র মাহে রমজান মাসে হোটেল বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হয়।
খানা মোহাম্মদ কামাল
আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫১ পিএম, ২৭ মে ২০১৭, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur