Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / ছেংগারচর পৌরসভায় নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিতরণ
পৌরসভায়

ছেংগারচর পৌরসভায় নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ভর্তিুকি মূল্যে৷ সারা দেশে এক কোটি পরিবার নিকট টিসিবি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় স্মার্ট কার্ডধারী পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ছেংগারচর পৌরসভার অডিটোরিয়ামে পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের ৯৮৮ জন টিসিবি স্মার্ট কার্ডধার পরিবারের মাঝেএ টিসিবির পণ্য বিতরণ করা হয়।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ টিসিবির ঠিকাদার মায়ের দোয়া ভ্যারাইটি ষ্টোর এর অধিনে প্রতি স্মার্ট কার্ডধারী প্রতি পরিবারকে ৬৬০ টাকার প্যাকেজে ৫ কেজি চাল, দুই কেজি ভোজ্যতেল ( সয়াবিন তেল),দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি,দুই কেজি ছোলা বিতরণ করা হয়।

এসময় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিপ্লব চক্রবতি,মায়ের দোয়া ভ্যারাইটিজ এর প্রোপাইটর মোঃ সুজন মিয়া সার্বিক দায়িত্ব পরিচালনা করেন।

উল্লেখ্য, নিত্যপন্যের দাম অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ার পরিপেক্ষিতে স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু করে টিসিবি।

নিজস্ব প্রতিবেদক, ১৩ মার্চ ২০২৫