Home / চাঁদপুর / চাঁদপুরে ছাত্রলীগের আলোচনা সভায় যা বললেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি
ছাত্রলীগের

চাঁদপুরে ছাত্রলীগের আলোচনা সভায় যা বললেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি

জাতীয় শোক দিবস ও একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে চাঁদপুর জেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ আগস্ট শুক্রবার বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।

আলেচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

প্রধান অতিথির বক্তবে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হঠাৎ করেই স্বাধীনতার ডাক দেননি। তিনি তার জীবনের দীর্ঘ পথপরিক্রমায় একটি স্বাধীন মানচিত্রের স্বপ্ন দেখেছেন। তিনি ধাপে ধাপে বাঙালীকে স্বাধীনতার জন্যে গড়ে তুলেছেন। তার জন্যে প্রথমে তিনি নিজেকে প্রস্তুত করেছেন। বঙ্গবন্ধু শেখখ মুজিবুর রহমান ছাত্রজীবনে বহুবার কারাবরণ করেছেন।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর রাজনীতিক দুরদর্শীতা ছিলো অতুলনীয়। তিনি আওয়ামী লীগের আহে ছাত্রলীগ গঠন করেছেন। তিনি অনুভব করেছেন সোনার বাংলা গড়তে হলে সোনার সন্তান গড়ে তুলতে হবে। তাই দেশের ভাগ্য ও ভবিষ্যৎ উন্নয়নে ছাত্র সংগঠন গড়ে তুলেছেন। এই ছাত্রদের স্বাধীনতান জন্যে প্রম্তুত করেছেন। বঙ্গবন্ধুর, বাংলাদেশ-স্বাধীনতা এই প্রতিটি শব্দের সাথে ছাত্রলীগ জড়িয়ে আছে।

তিনি আরো বলেন, ছাত্রলীগের গৌরবময় ইতিহাস রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ সকল অর্জনে ছাত্রলীগের ভূমিকা রয়েছে। বর্তমানে আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তাতে এবং সামাজিক ব্যাধি দূর করতে ছাত্রলীগ অবদান রাখছে। মানবিক জাতী গঠনে ভূমিকা রাখবে। তাই ছাত্রলীগের এই প্রজন্মের সকলকে স্বাধীনতার ইতিহাস, বঙ্গবন্ধুর জীবনী জানতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ এবং লালন করতে হবে। জাতির জনক এমন একটি তরুণ প্রজন্ম চেয়েছেন যারা হবে দেশপ্রেমিক, মানবিক, শিক্ষিত এবং দক্ষ।

চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, উপ দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব অালী বেপারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল হোসাইন, সদর থানা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোতালেব, সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান তৃপ্তি, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেদওয়ান, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির গাজী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবাদুর রহমান খোখন, পৌর ছাত্রলীদের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাব্বী, শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহাগ হোসেন প্রমুখ।

শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ছাত্রলীগ নেতা মো. ওবায়দুর রহমান।