কুমিল্লা বাংগরাবাজার এলাকা থেকে চুরি হয়ে যাওয়া ২টি গরু ও ৬টি ছাগল চোরের বাড়ী থেকে উদ্ধার করা হয়েছে। বাংগরাবাজার থানায় পুলিশ রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এগুলো উদ্ধার করে করেছে।
বাংগরাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংগরা বাজার থানাধীন বাংগরা গ্রামে চিহ্নিত চোর শাহাদাত এর বাড়ী হইতে তল্লাশি চালায় পুলিশ। এসময় তার বাড়ীতে লুকিয়ে রাখা চোরাইকৃত ২টি হালকা লাল রংয়ের গরু ও ৫টি কালো ও একটি সাদা রংয়ের ছাগল উদ্ধার করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টেরপেয় চোর শাহাদাত পালিয়ে যায়।
এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি মাহফুজুর রহমান।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
১৩ অক্টোবর ২০২৫
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur