Home / চাঁদপুর / ‘চা এর কাপে ঝড়’ অনুষ্ঠানে চাঁদপুর টাইমস সম্পাদক (ভিডিও)

‘চা এর কাপে ঝড়’ অনুষ্ঠানে চাঁদপুর টাইমস সম্পাদক (ভিডিও)

চাঁদপুরে ধারণকৃত ‘চা এর কাপে ঝড়’ রোববার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টায় এসএ টিভিতে প্রচারিত হয়। এতে তৃণমূল মানুষের মতামত তুলে ধরেন চাঁদপুর টাইমস সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, ফরিদগঞ্জের মজিবুর রহমান ফরহাদ।।

চাঁদপুর সদর উপজেলার বহরিয়া এলাকায় মেঘনা নদীর পাড়ে অনুষ্ঠানটি ধারণ করা হয়।

এস এ টিভির চা এর কাপে ঝড় অনুষ্ঠানের প্রজয়োজক আরেফিন সেতু এবং উপস্থাপক প্লাবন রহমানের নেতৃত্বে একটি টিম গত ১৪,১৫ এবং ১৬ মার্চ দুটি পর্বের এ অনুষ্ঠানটি ধারণ করেন ।

দেশের সমসাময়িক বিষয় নিয়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষ চায়ের দোকানে বসে যে আলোচনার ঝড় তুলে তারই প্রকৃত রূপ তুলে আনা হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে।

অনুষ্ঠানটি পুণ: প্রচারিত হবে সোমবার বিকেল ৪টায় ।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট ০৩:১৯ এএম, ২৮ মার্চ ২০১৭, সোমবার
ডিএইচ

ইন্টারনেট কানেকশন নেই