Home / জাতীয় / রাজনীতি / চার মন্ত্রীকে প্রধানমন্ত্রী দিলেন ১২ কোটি টাকার গাড়ি
চার মন্ত্রীকে প্রধানমন্ত্রী দিলেন ১২ কোটি টাকার গাড়ি

চার মন্ত্রীকে প্রধানমন্ত্রী দিলেন ১২ কোটি টাকার গাড়ি

মন্ত্রীসভার চার সিনিয়র সদস্যকে উপহার হিসেবে লেটেস্ট মডেলের বিএমডব্লিউ গাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেই চার মন্ত্রী হলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

খবর নিয়ে জানা গেছে, পশ্চিম জার্মানির তৈরি এসব প্রতিটি গাড়ির বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। সে হিসেবে চার মন্ত্রী মোট ১২ কোটি টাকার গাড়ি পেলেন।

ওআইসি সম্মেলনের জন্য সরকারি উদ্যোগে লেটেস্ট মডেলের বেশ কয়েকটি বিএমডব্লিউ গাড়ি আনা হয়। সেখান থেকে ১৫টি গাড়ি দেয়া হয়েছে গুরুত্বপূর্ণ আরেকটি সংস্থাকে। বাকি গাড়িগুলোর মধ্য থেকে চারটি দিলেন মন্ত্রীদের।

মাসখানেক আগে প্রধানমন্ত্রী তার দলের সিনিয়র নেতাদের এই ধরনের ব্যতিক্রমী ‘উপহার’ দিয়ে চমকে দিয়েছেন। এর আগে আর কোনো প্রধানমন্ত্রী তার মন্ত্রীসভার কোনো সদস্যকে এই ধরনের দামি গাড়ি ‘উপহার’ দেওয়ার নজির নেই।

প্রধানমন্ত্রীর কাছ থেকে এই ধরনের ‘উপহার’ পাওয়া প্রসঙ্গে গণপূর্ত মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘এটা আমাদের জন্য অনন্য সম্মান ও গৌরবের বিষয়। তিনি চারজনকে এই গাড়ি উপহার দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

তবে গাড়িগুলোর মালিকানা সরকারের, শুধু মন্ত্রীত্ব থাকা অবস্থায় এসব গাড়ি ব্যবহার করতে পারবেন তারা।

বাংলা

Leave a Reply