Home / চাঁদপুর / চাঁদপুর-৫ টি নির্বাচনি আসন থেকে যাঁরা মনোনয়নপত্র নেন
মনোনয়নপত্র নেন
jsd

চাঁদপুর-৫ টি নির্বাচনি আসন থেকে যাঁরা মনোনয়নপত্র নেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -৫ টি নির্বাচনি আসন থেকে ৪ জন মনোনয়নপত্র নেন। ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চারদিনব্যাপি জাসদের মনোনয়ন প্রত্যাশীদের কাছে দলীয় মনোনয়ন পত্র বিক্রি করা হয়। চারদিনে স্বশরীরে ও অনলাইনে জাসদের ৩ শ ৯১ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

শেষ দিনে চাঁদপুরের যাঁরা মঙ্গলবার মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে রয়েছেন : চাঁদপুর – ১ কচুয়া থেকে জেলা জাসদের সহ-সভপতি সাইফুল ইসলাম সোহেল, চাঁদপুর-২ মতলব থেকে জেলা জাসদের সভাপতি অধ্যাপক হাসান আলী সিকদার,চাঁদপুর ৩ থেকে ডা. মো.মাসুদ হাসান এবং চাঁদপুর -৫ হাজীগঞ্জ-শাহরাস্তি থেকে মো.মনির হোসেন মজুমদার। চাঁদপুর -৪ ফরিদগঞ্জ আসনের সম্পর্কে জানা যায় নি।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর দলের মনোনয়ন প্রত্যাশীদের আবেদন যাচাই-বাছাই এবং প্রয়োজনে প্রার্থীদের সাক্ষাতকার নিয়ে মনোনয়ন বোর্ড দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর তালিকা চূড়ান্ত করবে করবে ২৩ নভেম্বর । মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি ও মনোনয়ন বোর্ডের সভাপতি হাসানুল হক ইনু।

আবদুল গনি
২২ নভেম্বর ২০২৩