Home / চাঁদপুর / চাঁদপুর হাজী মহসিন রোডে ভূইয়া ম্যানসন লকডাউন
ভূইয়া ম্যানসন লকডাউন

চাঁদপুর হাজী মহসিন রোডে ভূইয়া ম্যানসন লকডাউন

চাঁদপুর শহরের হাজী মহসীন রোডের ভূইয়া ম্যানসন লকডাউন করে লাল পতাকা সাটিয়েছে পৌর কাউন্সিলর, পুলিশ ও কিউআরসি’র সদস্যরা। সোমবার বিকেলে ভূইয়া ম্যানসনে করোনা রোগী সনাক্ত হওয়ায় পর ভবনটি লকডাউন করা হয়।

জানা যায়, ভূইয়া ম্যানসনের এক ভাড়াটিয়ার ছেলে (২২) দু’দিন পূর্বে তার এক আত্মীয়ের সাথে ঢাকা যায়। সেখানে সে করোনায় আক্রান্ত হয়। সে বাসায় ফিরে আসলে বিষয়টি জানাজানি হলে চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর ডি এম শাহজাহান, নতুনবাজার পুলিশ ফাঁড়ির এটিএসআই সুদর্শন কুড়ি, কিউআরসি সদস্যরা বিকেলে উপস্থিত হয়ে বাসাটি লকডাউন করে লাল পতাকা সাটিয়ে দেয়। বর্তমানে অসুস্থ যুবক বাসায় অবস্হান করছে।

এ বিষ‌য়ে পৌরসভার ১০নং ওয়া‌র্ডের কাউ‌ন্সির ডি এম শাহজাহান জানান, বা‌ড়ি‌টি লকডাউন করা হ‌য়ে‌ছে। এ বি‌ল্ডিং এক‌টি হাসপাতাল আ‌ছে। তার জন্য ভিত‌রে এক‌টি বিকল্প সিঁ‌ড়ি অ‌ে‌ছে। তাই হাসপাতা‌লে আসা-যাওয়ার কোন সমস্যা হ‌বে না।

প্রতিবেদক : শরীফুল ইসলাম, ৫ মে ২০২০