Home / চাঁদপুর / রোটারি ও ইনারহুলই ক্লাবের সহায়তায় এতিমখখানায় গভীর নলকুপ
rotary-deep-tubewell

রোটারি ও ইনারহুলই ক্লাবের সহায়তায় এতিমখখানায় গভীর নলকুপ

রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল ও ইনার হুইর ক্লাব ঢাকার স্কাটন শাখার যৌথ সহযোগিতায় চাঁদপুর শহরের আদর্শ মুসলিমপাড়া মাদ্রাসা ও এতিমখানায় বসানো হয়েছে একটি আর্সেনিকমুক্ত গভীর নুলকূপ।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মমিনপাড়া সংলগ্ন আদর্শ মুসলিমপাড়া মাদ্রাসা ও এতিমখানায় গভীর নলকুপ বসানোর কাজ সম্পন্ন করা হয়।

গত সোমবার এই নলকূপ বসানোর কাজ শুরু হয়। রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সভাপতি নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক মানিক জমাদার, সাবেক সভাপতি বাবু লাল কর্মকার,সফিউদ্দিন, জামাল হোসেন, রোটা. আবদুল্লাহ আল মামুন, মাকসুদুর রহমান, জেলা আনসার অ্যাডজুটেন্ট আজিম উদ্দিন, ইনর হুইলক্লাব কর্মকর্তা মোরশেদা নাছির প্রমুখ উপস্থিত ছিলেন।

মাদ্রাসার মোতওয়াল্লি নুরুল আলম জানান, এই ১০০ গরীব এতিম শিক্ষার্থী বিশুদ্ধ পানির অভাবে থাকায় রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল ও ইনার হুইর ক্লাব ঢাকার স্কাটন শাখার আর্থিক সহযোগিতায় আর্সেনিকমুক্ত গভীর নুলকূপ বসানো হয়।

গত সোমবার এই নলকূপ বসানোর কাজ শুরু হয়।

প্রেস বিজ্ঞপ্তি