Home / চাঁদপুর / চাঁদপুর সদরে ১০৫৬ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা ২৫২১
corona

চাঁদপুর সদরে ১০৫৬ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা ২৫২১

চাঁদপুরে আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২জন, মতলব দক্ষিণের ১জন ও শাহরাস্তির ১জন রয়েছেন। তবে এ দিন কাউকে করোনামুক্ত তথা সুস্থ ঘোষণা করা হয়নি।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৫২১ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৯ জন। সুস্থ হয়েছেন ২৩৭৪জন। বর্তমানে চিকিৎসাধীন ৬৮জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়,২৪ নভেম্বর মঙ্গলবার চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে ৫৬টি রিপোর্ট আসে। এর মধ্যে ৪টি করোনা পজেটিভ। বাকী ৫২টি করোনা নেগেটিভ। বর্তমানে জেলায় আইসোলেশন ভর্তিকৃত রোগীর সংখ্যা ৯জন।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৫২১জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১০৫৬জন, ফরিদগঞ্জে ২৮৪৬জন, মতলব দক্ষিণে ২৭৩জন, শাহরাস্তিতে ২৪০জন, হাজীগঞ্জে ২১১জন, মতলব উত্তরে ২০০জন, হাইমচরে ১৬৮জন ও কচুয়ায় ৮৭জন।

করোনায় জেলায় মোট ৭৯জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২২জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১২জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।

বার্তা কক্ষ,২৪ নভেম্বর ২০২০