Home / চাঁদপুর / চাঁদপুর প্রেসক্লাব সেক্রেটারির চিকিৎসার্থে প্রধানমন্ত্রীর অনুদান
Mirza Jakir

চাঁদপুর প্রেসক্লাব সেক্রেটারির চিকিৎসার্থে প্রধানমন্ত্রীর অনুদান

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি ও চাঁদপুর কণ্ঠের নির্বাহী সম্পাদক আলহাজ্ব মির্জা জাকিরের চিকিৎসার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ লাখ টাকা অনুদান দিয়েছেন।

এ অনুদানের চেক ডাঃ দীপু মনি এমপির কাছ থেকে গ্রহণ করেন চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি মোঃ মিজানুর রহমান। সোমবার দুপুরে ডাঃ দীপু মনির পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির কার্যালয় থেকে এই চেক গ্রহণ করা হয়।

একজন পেশাদার সাংবাদিকের চিকিৎসার্থে তাঁর পাশে দাঁড়ানোয় মির্জা জাকির, প্রেসক্লাব নেতৃবৃন্দ ও চাঁদপুর কণ্ঠ পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপির প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রসঙ্গত, সাংবাদিক মির্জা জাকিরের প্রধানমন্ত্রীর বরাবর আর্থিক সহায়তার আবেদনপত্র ডাঃ দীপু মনি এমপি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে দেন এবং এ অনুদান প্রাপ্তিতে মুখ্য ভ‚মিকা রাখেন।

প্রেস বিজ্ঞপ্তি