চাঁদপুর পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি’র ১নং মহল্লা কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি শনিবার রাতে চাঁদপুর শহরের মুসলিম পাড়া এলাকার বালুর মাঠে এই আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁদপুর পৌর শাখার সদস্য সচিব অ্যাডভোকেট হারুনুর রশিদ।
পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির ১নং মহল্লা কমিটির সাবেক সভাতি মুনাফ পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌর বিএনপি ও মহিলা দলের সদস্য আনোয়ারা বেগম হীরা, পৌর বিএনপির সদস্য মফিজ মোল্লা, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মিজি, সাধারণ সম্পাদক শাহাদাত হাওলাদার, চাঁদপুর জেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক পারভেজ আলম রবিন, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি কবির আহমেদ ওজিল, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সাইফ মাহমুদ পাটোয়ারী, সাব্বির আলম জিসান প্রমুখ।
বক্তারা বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্যে দিয়ে এদেশের অবরুদ্ধ গণতন্ত্র আবারো আলোর দেখা পেয়েছে। শেখ হাসিনা এদেশের গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েমের অপচেষ্টা করেছিল। কিন্তু আবারো এদেশের ছাত্র জনতা রাজপথে নেমে এসে সেই অপচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছে।স্বৈরাচারৎ সরকার ক্ষমতায় টিকে থাকতে জুলাই গণঅভ্যুত্থানেও শত শত ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শত শত মুগ্ধ আবু সাইদ শহীদ হয়েছে। কিন্তু আমাদের যুদ্ধ শেষ হয়নি। আমাদের যুদ্ধ শেষ হবে নির্বাচনে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনের মধ্যদিয়ে।
বক্তারা বলেন, শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে চাঁদপুর জেলা বিএনপি এক অভিন্ন এবং ঐক্যবদ্ধ। দলের সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করার লক্ষ্যে পুরসভার প্রতিটি ওয়ার্ড কমিটি পুন গঠন করা হচ্ছে। ওয়ার্ডের মধ্যে মহল্লা কমিটি একটি গুরুত্বপূর্ণ ইউনিট।
মহল্লা কমিটির মাধ্যমে মহল্লার উন্নয়ন কাজগুলো হবে। এই মহালয়ার প্রতিটি ঘরে ঘরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিবেন। পাশাপাশি তারেক রহমান ঘোষিত ৩১ দফার কথা পৌঁছে দিবেন।
স্টাফ রিপোর্টার, ৯ ফেব্রুয়ারি ২০২৫