চাঁদপুর পৌরসভার ১০ ওয়ার্ড বিএনপির ১নং মহল্লা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি বিকাল ৪টায় আদালতপাড়া মজুমদার বাড়ির পাশে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও ১০নং ওয়ার্ড বিএনপির সম্মেলন কমিটির প্রধান সমন্বয়ক শহিদুল ইসলাম মক্কু ছৈয়াল। এসময় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পরে দেশশ্রেমিক জনগণ আমরা একত্রে বসতে পেরেছি। জুলাই আগষ্টে মুগ্ধ এর মতো শত শত মুগ্ধ শহীদ হয়েছে। আমাদের যুদ্ধ শেষ হয়নি আমাদের যুদ্ধ শেষ হবে নির্বাচনে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনের মধ্যদিয়ে। মহল্লা কমিটির মাধ্যমে মহল্লার উন্নয়ন কাজগুলো হবে। শেখ ফরিদ আহমেদ প্রতি হিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। সকল মানুষকে ভালবাসা দিয়ে দলে আহবান করার জন্য তিনি সকলের প্রতি আহবান করেছেন।
১নং ওয়ার্ড মহল্লা কমিটির সভাপতি মাহবুবুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইউনুছ রাঢ়ী ও মহল্লা কমিটির সদস্য আলী আক্কাস মজুমদারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য কবির হোসেন মিয়াজি, নাহিদা সুলতানা সেতু, চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাবিব উল্যাহ পাটওয়ারী, সহ-সভাপতি সুমন মস্তান।
উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক ইউসুফ মিজি, নজরুল ইসলাম বেপারী, শাহআলম কিরন, জুবায়ের আলম বাপ্পি, ১০নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন, মাসুদ পাটওয়ারী, মাইনুল ইসলাম।
স্টাফ রিপোর্টার,৩ ফেব্রুয়ারি ২০২৫