Home / চাঁদপুর / চাঁদপুর পুরাণবাজারের সহিংসতার ঘটনায় এজাহারভুক্ত আসামি আটক

চাঁদপুর পুরাণবাজারের সহিংসতার ঘটনায় এজাহারভুক্ত আসামি আটক

চাঁদপুর পুরাণবাজারে দুই গ্রুপের সংঘর্ষ ভাঙচুর ও একজন নিহত হবার ঘটনায় এজাহারভুক্ত আসামি সোহেলকে (২৫) পিতা মৃত মনা চোরা আটক করেছে পুলিশ। আটক সোহেলের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।তার বাড়ি মম ফ্যাক্টরি।

৭ জুলাই মঙ্গলবার পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ইনেসপেক্টর মোঃ মাসুদ এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স এ আসামিকে গ্রেফতার করে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করেছে।

পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাসুদ জানান, আটক সোহেল পুরাণবাজারের সহিংস ঘটনায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামী এছাড়া তার বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।

প্রতিবেদক:আশিক বিন রহিম,৭ জুলাই ২০২০

ইন্টারনেট কানেকশন নেই