Home / উপজেলা সংবাদ / কচুয়া / চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে জাতীয় কবির জন্মবার্ষিকীতে আলোচনা সভা
পলিটেকনিক
কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সভা

চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে জাতীয় কবির জন্মবার্ষিকীতে আলোচনা সভা

কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১৪২-তম জন্মবার্ষিকী উৎযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। বৃহস্পতিবার সকালে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠনের আয়োজন করা হয়। এছাড়া কাজী নজরুল ইসলামে’র জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তির আয়োজন ও পুরষ্কার বিতরণ করা হয়।

চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আনোয়ারুল কবীরের সভাপতিত্বে ও ইন্সট্রাক্টর (টেক) কম্পিউটার সৌরভ চৌধুরী এর পরিচালনায় এসময় চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর আরএসি অনিমেষ চন্দ্র সূত্রধর, চীফ ইন্সট্রাক্টর (ননটেক) মো. হুমায়ুন কবীর, ইন্সট্রাক্টর (ননটেক) গণিত সুব্রত সাহা, চীফ ইন্সট্রাক্টর (টেক) কম্পিউটার মোহাম্মদ নুরুস শামস চৌধুরীসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৫ মে ২০২৩