Home / চাঁদপুর / চাঁদপুর পরিবেশ সংরক্ষণ আন্দোলনের সাবান স্প্রে ও মাস্ক বিতরণ

চাঁদপুর পরিবেশ সংরক্ষণ আন্দোলনের সাবান স্প্রে ও মাস্ক বিতরণ

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আন্দোলন চাঁদপুর জেলা ও পৌর শাখার উদ্যোগে চাঁদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসাবাড়ি মসজিদে জীবানু নাশক স্প্রে করা হচ্ছে। এছাড়া শহরের রিক্সা চালক সহ শ্রমজীবী মানুষের মাঝে সাবান ও ১০০ সার্জিকেল মাস্ক ব্যবসায়ী মহিউদ্দীন খান এর সৌজন্যে দেওয়া হচ্ছে।

এ কার্যক্রম শুরু হয় গত ২৮ মার্চ থেকে প্রতিদিন চলছে । সেচ্ছাসেবী এ কার্যক্রমে উপস্থিত ছিলেন পরিবেশ সংরক্ষণ আন্দোলনের জেলা সভাপতি কাউন্সিলর নাচির চোকদার, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান, পৌর সভাপতি ও বার এসোসিয়েশন এর যুগ্ম সম্পাদক এ্যাড. বদরুল আলম চৌধুরী, পৌর সাধারণ সম্পাদক মুহাম্মদ আল-আমিন, কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক তানজির রেজা রণি,পৌর অর্থ সম্পাদক বেলাল হোসাইনৎ, পৌর মহিলা বিষয়ক সম্পাদক নাছরিন সুলতানা মিলি সহ বিভিন্ন প্রর্যায়ের সেচ্ছাসেবকবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি, ১ এপ্রিল ২০২০