Home / চাঁদপুর / চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ জিহাদুল ইসলামের যোগদান
চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ

চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ জিহাদুল ইসলামের যোগদান

চাঁদপুর নৌ থানার মোঃ জিহাদুল ইসলাম অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন। ৫ মার্চ বৃহস্পতিবার সকালে যোগদান করেন।

মোঃ জিহাদুল ইসলাম ১৯৯২ সালে এসআই পদে পুলিশে যোগদান করেন। তিনি ২০১২ সাল পর্যন্ত দেশের বিভিন্ন থানায় উপ-পরিদর্শক হিসেবে দক্ষতার সাথে চাকরি করেন। ২০১২ সালে তিনি শান্তি মিশনে যোগদান করেন। ২০১৪ সালে পদোন্নতি পেয়ে তিনি অফিসার ইনচার্জ হন। উপ-পরিদর্শক থাকাকালে তিনি চাঁদপুর জেলা পুলিশ, মাগুরা সদর থানা, পাইগাছা থানা, কুমিল্লা কোতুয়ালি, চট্টগ্রাম মেট্রো থানা, ঢাকা জেলা ডিবিতে চাকুরি করেন।

পদোন্নতি পেয়ে অফিসার ইনচার্জ হিসেবে সাভার হাইওয়ে থানা, ঢাকা ডিবি, গোড়াই হাইওয়ে থানায় দায়িত্ব পালন করেন। গতকাল বদলী হয়ে তিনি চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক।

সংক্ষিপ্ত অভিব্যক্তি প্রকাশ করেতে তিনি বলেন, ‘আপনারা আমাকে সবাই সহযোগিতা করবেন। আমি যেন নদী পথে সকল অন্যায় অপরাধ দমন করতে পারি। সেজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।’

করেসপন্ডেন্ট, ৫ মার্চ ২০২০

ইন্টারনেট কানেকশন নেই