Home / চাঁদপুর / অসহায়দের মাঝে চাঁদপুর নদী ফায়ার সার্ভিসের খাদ্য সহায়তা

অসহায়দের মাঝে চাঁদপুর নদী ফায়ার সার্ভিসের খাদ্য সহায়তা

করোনা ভাইরাস (কোভিড-১৯)এর কারণে বিশ্বজুড়ে চলছে লকডাউন। কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষেরা।এতে করে দরিদ্র জনগোষ্ঠী হয়ে পড়েছে অসহায়।করোনায় ক্ষতি গ্রস্থদের ওঅসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে চাঁদপুর নদী ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

চাঁদপুর জেলায় বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে চাঁদপুরের ফায়ার সার্ভিসের সদস্যরা।

চাঁদপুর নদী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিডার মোঃমোসলেম মিয়াজী জানান যে আমাদের স্টেশনের ২ জন্য সদস্য তাদের নিজ অর্থায়নে অসহায় ও হত দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

কর্মহীন ও অসহায় মানুষজন ত্রান পেয়ে খুশি হন এবং ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানান।

প্রেস বিজ্ঞপ্তি, ২ মে ২০২০