দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠান ঘিরে সারাদেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে চাঁদপুর জেলা থেকে অর্ধলক্ষাধিক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন দলীয় নেতারা।
আগামি ২৫ ডিসেম্বর রাজধানীর ৩শ ফিট সড়কে আয়োজিত এ গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে চাঁদপুর জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে চাঁদপুর জেলা থেকে শতাধিক লঞ্চ,বাস,মাইক্রোবাস ও প্রাইভেটকার প্রস্তুত রাখা হয়েছে,যাতে করে নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে ঢাকায় পৌঁছাতে পারেন।
তারেক রহমানকে স্বাগত জানাতে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে সভা-সমাবেশ, মিছিল ও প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উদ্দীপনাময় পরিবেশ বিরাজ করছে।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ মানিক বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। চাঁদপুর জেলা থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। প্রত্যেকে নিজ নিজ নির্ধারিত স্থান থেকে লঞ্চ,বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাসযোগে ঢাকায় রওনা হবেন।
তিনি আরও জানান, নেতাকর্মীদের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা বিএনপি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দলীয় নেতারা সার্বক্ষণিক তদারকি করছেন। তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে চাঁদপুরসহ সারাদেশের বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন আশাবাদ ও রাজনৈতিক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদক: শরিফুল ইসলাম/
২৩ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur