Home / চাঁদপুর / চাঁদপুর টাইমসের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ ও দোয়া
5th times

চাঁদপুর টাইমসের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ ও দোয়া

জেলার শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম চাঁদপুর টাইমসের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর রোববার বিকেলে চাঁদপুর-কুমিল্লা রোডস্থ শহরের বাইতুল কাদের জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।

মিলাদ শেষে দোয়াপূর্ব সংক্ষিপ্তি বক্তব্যে ইব্রাহীম জুয়েল বলেন, চাঁদপুর টাইমস ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে। ২০১৪ সালের এ দিনে চাঁদপুরের তৎকালিন জেলা প্রশাসক ইসমাইল হোসেনের হাত ধরে চাঁদপুর টাইমস তথ্যের মাধ্যমের মানবসেবার মহৎ উদ্দেশ্যে যাত্রা করে। উদ্দেশ্যে সৎ ও মহৎ হওয়ায় পাঠকদের ভালোবাসা হাঁটি হাঁটি পা করে এগিয়েছে চাঁদপুর টাইমস। এরইমধ্যে বেশ কিছু অর্জনও রয়েছে এ পোর্টালটির। আমরা বস্তুনিষ্ঠতার সাথে এগিয়ে যেতে সবার দোয়া ও উৎসাহ কামনা করি।
এ পর্যন্ত আসার পেছনে যেসব সংবাদকর্মী ও শুভানুধ্যায়ীরা ভূমিকা রেখেছেন তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় মুসল্লিদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের চাঁদপুর জেলা প্রতিনিধি আব্দুস সালাম আজাদ জুয়েল, চাঁদপুর টাইমসের নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসাইন, সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট কবির হোসেন মিজি, শিফট ইনচার্জ ফজলুর রহমান, মডারেটর ইমতিয়াজ আহমেদ প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট, ১ ডিসেম্বর ২০১৯