Home / চাঁদপুর / অন্ধ হাফেজ ও অসহায়দের জন্য চাঁদপুর জেলা বিএনপি সভাপতির পশু কোরবানি
জেলা বিএনপি

অন্ধ হাফেজ ও অসহায়দের জন্য চাঁদপুর জেলা বিএনপি সভাপতির পশু কোরবানি

ঈদুল আজহার দ্বিতীয় দিনে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে অন্ধ হাফেজ, মাদরাসা ও গরিব অসহায় মানুষসহ দলীয় নেতা-কর্মীদের জন্যে বৃহৎ আকৃতির সাতটি গরু কোরবানি দেয়া হয়। এর মধ্যে হাইমচরে একটি, বাস স্ট্যান্ড কবরস্থান মাদ্রাসায় একটি ও চাঁদপুর শহরের মুনিরা ভবনে পাঁচটি গরু আল্লাহর নামে কোরবানি দেয়া হয়।

এবার চাঁদপুরে জেলা বিএনপির সভাপতি পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বাগাদী দরবার শরীফের ঈদগাহে। তিনি চাঁদপুর বাস স্ট্যান্ড পৌর কবরস্থানে মৃত স্বজনদের কবর জিয়ারত করেন। ঈদের দিন নিজ বাসভবনে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

স্টাফ করেসপন্ডেট, ৮ জুন ২০২৫