Home / চাঁদপুর / চাঁদপুর জেলায় সেরা করদাতা সম্মাননা পেলেন লতিফ তফাদার
করদাতা

চাঁদপুর জেলায় সেরা করদাতা সম্মাননা পেলেন লতিফ তফাদার

চাঁদপুর জেলা থেকে তৃতীয় বারের মতো সেরা করদাতা নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যসায়ী, সমাজ সেবক ও সংগঠক আলহাজ্ব লতিফ তফাদার।

জাতীয় রাজস্ব বোর্ডের কুমিল্লা অঞ্চলের পক্ষ থেকে সেরা করদাতা হিসেবে চাঁদপুর জেলা থেকে লতিফ তফাদার এ বছর সেরা করদাতার সম্মানা পেয়েছেন । ২৪ নভেম্বর আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা কর অঞ্চলের কর কমিশনার সোফিনা জাহান সেরা করদাতা হিসেবে লতিফ তাফাদারের হাতে সম্মানা ক্রেষ্ট, সনদ তুলে দেন । একই অনুষ্ঠানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী জেলার দীর্ঘমেয়াদী করদাতা, সর্বোচ্চা করদাতা এবং সেরা তরুণ করদাতাদেও সম্মানা জানানো হয়।

লতিফ তফাদার চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য পাশাপাশি লায়ন্স ক্লাবেরও মেম্বার । ঐতিহ্যবাহী ডেভলপাস কম্পানি এস এন্ড ডি সুইট হোম এন্ড ডেভলপারের ব্যবস্থাপনা পরিচালক, মেসার্স দিবা এন্টারপ্রাইজ, মেসার্স সাবিয়া এন্টারপ্রাইজসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক লতিফ তফাদার এ নিয়ে তিনবার সেরা করদাতা হিসেবে রাজস্ব বোর্ড থেকে সম্মানা পেয়েছেন।

সততার সাথে ব্যবসা, বাণিজ্য কওে সঠিক নিয়মে কল দিতে সবার প্রতি তিনি আহবান জানান। লতিফ তফাদার বেশ কয়েকটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন ।

স্টাফ করেসপন্ডেট