আনোয়ার হোসেন পারভেজকে সভাপতি ও পারভেজ করিম বাবুকে সাধারণ সম্পাদক করে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) চাঁদপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এমআর সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইনের যৌত স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন দেয়া হয়।
ওই ছাত্রলীগের অন্যান্য পদে আরো ক’জনের নাম উল্লেখ করা হয়।
এরা হলেন সহ-সভাপতি পদে তৌহিদুল ইসলাম মিলন ও হাসিব পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মুন্না ও জহির উদ্দিন মিজি। সাংগঠনিক সম্পাদক পদে মোস্তফা কামাল সুজন ও আশরাফুল ইসলাম সোহাগ।
স্বাক্ষরিত ওই পত্রে আগামি এক বছরের কমিটি অনুমোদন দেয়া হয়েছে বলে জানানো হয়।
এদিকে নতুন কমিটির সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে চাঁদপুর শহরের ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আনন্দ মিছিল করতে দেখা গেছে।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক ।। আপডটে, বাংলাদশে সময় রাত ২ : ০০ এএম, ৩০ ডিসেম্বর ২০১৬ শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur