Home / চাঁদপুর / চাঁদপুর চিল্ড্রেন একাডেমির আয়োজনে দেশজ ফল উৎসব ও মেধাবৃত্তি পুরস্কার বিতরণ
চিল্ড্রেন

চাঁদপুর চিল্ড্রেন একাডেমির আয়োজনে দেশজ ফল উৎসব ও মেধাবৃত্তি পুরস্কার বিতরণ

চাঁদপুর চিল্ড্রেন একাডেমির আয়োজনে দেশজ ফল উৎসব ও‌ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮জুন ) সকালে শহরের ওয়্যারলেছ বাজার এলাকাস্থ চিল্ড্রেন একাডেমির হলরুমে এ আয়োজন করা হয়।

ফল উৎসবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশজ বিভিন্ন ফল নিয়ে অংশগ্রহণ করে। তারা প্রত্যেকে একে অপরের সাথে এসব দেশজ ফলের পরিচয় এবং ফলের ‌গুণাগুণ সম্পর্কে তুলে ধরে। ফল উৎসবে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্য থেকে ভিবিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অংশগ্রহণকারী নির্বাচিত করে পুরস্কৃতরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির ব্যবস্থাপনা পরিচালক আবুল বাসার শেখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অধ্যক্ষ মো. কাউছার পাটওয়ারী।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমেনা বেগম, সাবিনা ইয়াসমিন ও নাজমুল হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন, সরদার খান প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোহাগ প্রধানীয়া, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য জাকির হোসেন চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী বাবুল সর্দার‌, অভিভাবক মোঃ রাসেল আলম প্রমুখ।

বক্তারা বলেন, চাঁদপুর চিলড্রেন একাডেমী সব সময় ব্যতিক্রমী আয়োজন করে থাকে। আজকে তারা কোমলমতি শিশুদের দেশীয় ফল চেনা এবং ফলের গুনাগুন সম্পর্কে জানানোর উদ্দেশ্যে ফল উৎসবের আয়োজন করেছে। এই উদ্যোগটি প্রশংসা দাবি রাখে। ‌এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা হারিয়ে যাওয়া দেশীয় ফল সম্পর্কে জানতে পারবে এবং দেশীয় ফল খেতে উৎসাহিত হবে। পাশাপাশি এই উৎসবের অংশ নিতে পেরে শিশুরা যে আনন্দ পেয়েছে, তা তাদের মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।
বক্তারা আরো বলেন, চাঁদপুর চিলড্রেন একাডেমি শহরের বুকে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। এর পেছনে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ এবং শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। এবারের বিভিন্ন বৃত্তি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে ৩১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। আমরা আশা করব এই বিদ্যালয়টি তার শিক্ষার গুণগতমান ধরে রাখবে। ‌

ফল সব শেষে দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডার গার্টেন মেধা বৃত্তি পরিক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২৫ জন শিক্ষার্থী, দি ঢাকা ক্যাডেট কেয়ার মেধা বৃত্তি পরিক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৩ জন শিক্ষার্থী এবং মিরপুর ক্যাডেট মেধা বৃত্তি পরিক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৩ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সম্মানি ও সনদ তুলে দেয়া হয়। ‌

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর চিল্ড্রেন একাডেমির পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন গাজী, সাধারণ সম্পাদক শাহানারা আক্তার রুমা, পরিচালক মোঃ নজরুল ইসলাম, জিয়া পাটোয়ারী, মোঃ আল আমিন, শ্রী সুমন চন্দ্র শীল, মোঃ কবির খলিফা, কবির খান, মোঃ সোহেল পাটোয়ারী, পলাশ মোল্লা, শহিদুল ইসলাম, কামাল হোসেন মোল্লা, মোঃ রাসেল শেখ, ফরিদ হোসেন গাজী, তানজিলা আক্তার, রানা হাওলাদার।

ফল উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠানে সার্বিক সমন্বয়ে ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাবেয়া আক্তার, সামিয়া আক্তার, শাহানারা আলম, শিখা আক্তার, রোমেন হোসেন, জাকিয়া ইসলাম, রেশমিন আক্তার, সাবিনা ইয়াসমিন, মরিয়ম আক্তার প্রেমা, ফারহা দিবা, মোঃ নজরুল হোসাইন, সুমাইয়া আক্তার, শারমিন আক্তার।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৮ জুন ২০২৫