Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ২
মহাসড়কে

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ২

চাঁদপুরের শাহরাস্তিতে মেহের স্টেশনে তিশা এক্সপ্রেস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর দুই জন আহত হয়েছে।

১৪ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মেহার স্টেশন শুভ হোটেল এর সামনে ঢাকা গামী তিশা এক্সপ্রেস ও চাঁদপুরগামী ক্রাউন সিমেন্ট এর ট্রাকের মুখামুখি সংঘর্ষ হয়।

এতে ট্রাক ড্রাইভার সহ ২ জন গুরুতর আহত হয়। বাসের কয়েকজন যাত্রী ও আহত হয়েছেন। ঐ সময় প্রায় একঘন্টা কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোর্শেদুল আলম ভূঁইয়া, এসআই জনি কান্তি দে ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসন করে স্বাভাবিক চলাচল করে। এবং ফায়ার সার্ভিস ও এলাকা বাসীর সহযোগিতায় যানজট নিরাসন হয়।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোর্শেদুল আলম ভূঁইয়া চাঁদপুর টাইমসকে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও বাস স্টাপ কাউকে পাওয়া যায়নি। থানা পুলিশ ট্রাক ও বাস দুটিকে জব্দ করেন বর্তমানে ট্রাক ও বাস দুটি ঘটনাস্থলেে রয়েছে। স্থানীয় লোকজন জানায় ট্রাকের ড্রাইভার আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

প্রতিবেদক: মো: জামাল হোসেন, ১৪ জানুয়ারি ২০২২