চাঁদপুর শহরের ওয়ারলেছ বাজার থেকে রোববার (৪ ডিসেম্বর) সকালে ইয়াবাসহ দু’যুবক ও নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটককৃতরা হলেন ওয়ারলেছ মৃধা বাড়ির রোডের কসাই জাহাঙ্গীরের স্ত্রী রাসু বেগম (৪৫), আব্দুল মজিদ মৃধার ছেলে রিয়াদ মৃধা (২৪), তরপুরচন্ডী শাহজাহান মৃধার ছেলে শামিম মোল্লা (১৯)।
গোয়েন্দা পুলিশ জানায়, উপ-পরিদর্শক (এসআই) আহসানুজ্জামান লাবু তার সঙ্গীয় ফোর্স নিয়ে শমিম মোল্লাকে প্রথম ওয়ারলেছ থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় রিয়াদ মৃধা থেকে ইয়াবা ক্রয় করার কথা জানায়। তাদের দু’জনের তথ্যের ভিত্তিকে কৌশল অবলম্বন করে পরে রাসু বেগমকেও আটক করা হয়। এদের কাছ থেকে ৩৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা (ডিবি) পুলিশ আরো জানায়, আটককৃত রাসু বেগমের বিরুদ্ধে আগে একাধিক মামলা রয়েছে, ওয়ারলেছ এলাকায় তার একটি পাঁচ তলা বাড়ি রয়েছে।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক : আপডেট, বাংলাদেশ সময় ০৬:৩০ পিএম, ৪ ডিসেম্বর ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur