চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে শহরের আলিমপাড়া এলাকার রাণী মহল থেকে সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে আটক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
কারাদণ্ডপ্রাপ্ত মাদকসেবী ওই এলাকার আ. মজিদের ছেলে ইকবাল হোসেন দুলু (৩৭)।
সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হক এই দণ্ডাদেশ দেন।
গোয়েন্দা পুলিশ জানায়, উপ-পরিদর্শক (এসআই) মোতাহের হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আলিম পাড়া এলাকার রানী মহলের তাকে ইয়াবা সেবনের সরাঞ্জাদিসহ আটক করে। সে গোয়েন্দা পুলিশের কাছে মাদক সেবনের কথা স্বীকার করেছে।
স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০১:০০ পিএম, ১৭ অক্টোবর ২০১৬, সোমবার
এএইচ/ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur