Home / চাঁদপুর / চাঁদপুরে ১ হাজার ৬শ লিটার চোরাই ডিজেল জব্দ
Oil

চাঁদপুরে ১ হাজার ৬শ লিটার চোরাই ডিজেল জব্দ

চাঁদপুরে ১ হাজার ৬শ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড । বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১ টায় উত্তর মতলব থানার দশআনি লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি গোডাউন থেকে আনুমানিক ১ হাজার ৬ শ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়।

এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্টেট ও মতলব উত্তরের সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ এর উপস্থিতিতে জব্দকৃত চোরাই ডিজেল মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২২
এজি