Home / চাঁদপুর / চাঁদপুরে ১২ শিক্ষার্থীকে অনুদান দিলেন জেলা প্রশাসক
DC

চাঁদপুরে ১২ শিক্ষার্থীকে অনুদান দিলেন জেলা প্রশাসক

চাঁদপুরের দরিদ্র ও মেধাবী ১২ জন শিক্ষার্থীকে অনুদানের চেক প্রদান করেছেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান । মঙ্গলবার ৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাক মো.মাজেদুর রহমান খান এসব শিক্ষার্থী ও অভিভাবকের হাতে এসব অনুদানের চেক তুলে দেন।

জেলা প্রশাসক বলেন,‘ঢাকা বিশ্ববিদ্যালয়,বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ১২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে চেক তুলে দেয়া হয়েছে। এ সময় তাদের পড়ালেখার বিষয়ে খোঁজ খবর নেয়াও হয়।

প্রসঙ্গত , বিগত কয়েক বছর চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এভাবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান দিয়ে সহায়তা করা হচ্ছে। মেধাবী শিক্ষার্থীরা যাতে করে অর্থের অভাবে পড়া-লেখা বন্ধ না করে সেই লক্ষ্যেই এই প্রচেষ্টা। এছাড়া এসব শিক্ষার্থী পড়া-লেখা শেষ করে অন্য দরিদ্র শিক্ষার্থীদের একইভাবে সহায়তা করবে এমন কথাও হয়েছে তাদের সাথে।

করেসপন্ডেন্ট , ৩ ডিসেম্বর ২০১৯

ইন্টারনেট কানেকশন নেই