Home / চাঁদপুর / চাঁদপুরে সাহিত্য মঞ্চের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

চাঁদপুরে সাহিত্য মঞ্চের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

‘মমতার উষ্ণতায় ঘুচে যাক শীত’ এই স্লোগানকে সামনে রেখে শিল্প ও সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে অর্ধশতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

১৪ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের সদস্যরা রাতের আঁধারে শহরের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষদের বাড়ি বাড়ি গিয়ে শীত উপহার হিসেবে এই কম্বলগুলো পৌঁছে দেয়। চাঁদপুর জেলা প্রশাসন ও সংগঠনের সদস্যদের সহযোগিতায় প্রায় অর্ধশত পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

সাহিত্য মঞ্চের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাদ আল-আমিনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, সাহিত্য মঞ্চের সভাপতি কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক কবি ও গল্পকার আশিক বিন রহিম ও নির্বাহী সদস্য নারগিস তন্বীসহ অন্যান্যরা।

উল্লেখ্য,প্রতিষ্ঠালগ্ন থেকেই সাহিত্য মঞ্চ শিল্প-সাহিত্যের সৃজনশীল চর্চার পাশাপাশি সামাজিক ও মানবিক বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। যে কোন দুর্যোগে অসহায় মানুষেরর মাঝে খাদ্য সহায়তা, শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে বিগত বছরের ন্যায় এবারও শীতার্তদের মাঝে সংগঠনটি এই কম্বল বিতরণ করে।

নিজস্ব প্রতিবেদক,১৪ জানুয়ারি ২০২১