Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / চাঁদপুরে মৎসজীবী নারীদের অধিকার বাস্তবায়নে স্থানীয় সাংবাদিকদের সাথে সংলাপ
মৎসজীবী

চাঁদপুরে মৎসজীবী নারীদের অধিকার বাস্তবায়নে স্থানীয় সাংবাদিকদের সাথে সংলাপ

সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস), অক্সফাম বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইউরোপিয়ান ইউনিয়নের সহ-অর্থায়নে “এমপাওয়ারিং উইমেন থ্রু সিভিল সোসাইটি অ্যাক্টরস ইন বাংলাদেশ (ইডব্লিউসিএসএ)” প্রকল্পের মাধ্যমে চাঁদপুরে মৎসজীবী নারীদের অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। চলমান এ প্রকল্পের মিডিয়া ফেলো হিসেবে সিএনআরএস এর পক্ষ থেকে অমিত মল্লিক ১১ মার্চ মঙ্গলবার সকালে চাঁদপুরের স্থানীয় সাংবাদিকদের সাথে ‘মৎসজীবী নারীদের অধিকার বাস্তবায়নে’ সংলাপের আয়োজন করেন।

চাঁদপুর শহরের সিএনআরএস কার্যালয়ে অনুষ্ঠিত সংলাপে অংশ নেন দৈনিক যুগান্তর পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, ডিবিসি নিউজের চাঁদপুর প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, এটিএন নিউজের চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালী, দৈনিক চাঁদপুর প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার কবির হোসেন মিজি, এনটিভি চাঁদপুর জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক চাঁদপুর সময় পত্রিকার বার্তা সম্পাদক আশিক বিন রহিম, দৈনিক শপথ পত্রিকার নির্বাহী সম্পাদক মুহাম্মদ ফরিদ হাসান, দৈনিক আলো পত্রিকার সহ-সম্পাদক বাদশা ভূঁইয়া।

সংলাপের মূল আলোচ্য বিষয় ছিল “এমপাওয়ারিং উইমেন থ্রু সিভিল সোসাইটি অ্যাক্টরস ইন বাংলাদেশ (ইডব্লিউসিএসএ)” প্রকল্পের আওতায় মৎস্যজীবী নারীদের পরিচয় প্রণয়ন এবং সরকার প্রদত্ত ভর্তুকিতে তাদের অধিকার নিশ্চিতকরণ। ‘নৌকাবাসী মানতা সম্প্রদায় : জীবন-জীবিকার সংগ্রাম’ এই সংলাপে বিশেষভাবে আলোচিত হয় মানতা সম্প্রদায়ের নারী মৎস্যজীবীদের অধিকার ও চ্যালেঞ্জ। নদীভিত্তিক এই সম্প্রদায়ের সদস্যরা নিজেদের “নৌকাবাসী” বলে পরিচয় দেন এবং মাছ ধরাই তাদের মূল জীবিকা। তবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হওয়ায় তারা সরকারি সুযোগ-সুবিধা থেকে প্রায়ই বঞ্চিত হন।

সংলাপে উপস্থিত সাংবাদিকরা জানান, তাদের অনেকেই মানতা সম্প্রদায়ের জীবনযাত্রা সম্পর্কে জানলেও নারী মৎস্যজীবীদের সুনির্দিষ্ট সমস্যাগুলো সম্পর্কে বিস্তারিত অবগত ছিলেন না। তারা বলেন, ভবিষ্যতে সংবাদমাধ্যমে নারী মৎস্যজীবীদের দুঃখ-দুর্দশা, তাদের অধিকার এবং সমস্যা সমাধানের উপায় নিয়ে আরও বেশি প্রতিবেদন প্রকাশের সুযোগ রয়েছে।
নীতিমালা পুনর্বিবেচনার আহ্বান : সংলাপে উপস্থিত উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা নৌকাবাসী নারীদের জীবনমান উন্নয়নের জন্য মৎস্যজীবী সম্প্রদায়ের জন্য প্রণীত নীতিমালা পুনর্বিবেচনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি, প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের সুরক্ষা নিশ্চিত করা, সরকারি সহায়তা সহজলভ্য করা এবং দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজে বের করার তাগিদ দেন।

উপস্থিত অতিথিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় নৌকাবাসী মৎস্যজীবী নারীদের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। আলোচনায় এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১১ মার্চ ২০২৫