Home / চাঁদপুর / চাঁদপুরে বছরের প্রথম শিলাবৃষ্টি : শিশুসহ আহত চার
চাঁদপুরে বছরের প্রথম শিলাবৃষ্টি : শিশুসহ আহত চার

চাঁদপুরে বছরের প্রথম শিলাবৃষ্টি : শিশুসহ আহত চার

‎Wednesday, ‎April ‎01, ‎2015  08:21:03 PM

স্টাফ করসপনডেন্ট :

চাঁদপুরে বছরের প্রথম শিলাবৃষ্টি হচ্ছে। জেলার বিভিন্ন অঞ্চলে প্রচন্ড বজ্রপাত, সেই সাথে চলছে শিলাবৃষ্টি।

গত দু’দিন পূর্বে জেলার বিভিন্ন উপজেলায় সামান্য বৃষ্টিপাত হলেও চাঁদপুর শহরে বৃষ্টি হয়নি। এই প্রথম চাঁদপুরে শিলাবৃষ্টি শুরু  হলো।

এদিকে চাঁদপুর শহরের তালতলা এলাকার বকাউল বাড়ী রোডে কালবৈশাখী ঝড়ে তিনতলা ভবনের চিলেকোঠার টিনের চাল পড়ে একই পরিবারের শিশুসহ চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আশঙ্কা করা হচ্ছে, এই শিলাবৃষ্টিতে জেলায় আমের বকুলসহ কৃষকদের ক্ষেত্রের ফসল বিনষ্ট হতে পারে।