Home / চাঁদপুর / চাঁদপুরে ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সভা

চাঁদপুরে ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সভা

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর শনিবার দুপুরে প্রেসক্লাবস্থ এলিট চাইনিজ রেস্টুরেন্টে সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এচই এম আহসান উল্লাহ, সহ-সভাপতি রহিম বাদশা, চাঁদপুর টেলিভিশন ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারন সম্পাদক রিয়াদ ফেরদাউস, চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন শান্ত।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসেয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি একে আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তালহা জুবায়েরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি কেএম মাসুদ, এমএম কামাল, যুগ্ম-সম্পাদক আশিক বিন রহিম, কোষাধ্যক্ষ মো. আবদুর রহমান, দপ্তর সম্পাদক সজিব খান, কার্যকরি সদস্য বাদল মজুমদার, এমএ লতিফ, চৌধুরী ইয়াসিন ইকরাম, কেএম সালাউদ্দিন, সদস্য মুহাম্মদ আলমগীর, মিজান লিটন, আ. সোবাহান রানা, বিমল চৌধুরী, মো. মিজানুর রহমান, মোহাম্মদ সাইফুল আজম, অভিজিত রায়, এমআর ইসলাম বাবু, ওয়াদুদ রানা, মো. মাসুদ আলম, শেখ আল মামুন, শাওন পাটোয়ারী, এসএম সোহেল, শরীফুল ইসলাম, এমআই দিদার, জামাল আখন্দ, মাজহারুল ইসলাম অনিক, ফাহিম শাহরিন কৌশিক, কবির হোসেন মিজি, মানিক দাস, আনোয়ারুল হক ও মুহাম্মদ বাদশা ভূইয়া।

সভায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। বর্তমান কার্যকরি কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় অচিরেই ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

স্টাফ করেসপন্ডেট,১৪ নভেম্বর ২০২০