চাঁদপুরের হাজীগঞ্জে দুটি পৃথক ঘটনায় দু শিশু নিহত হয়েছে। তাদের মধ্যে একজন গলায় সিদ্ধ ডিম আটকে এবং অন্যজন পুকুরের পানিতে ডুবে মারা গেছে। ১৩ ফেব্রুয়ারি দুপুরে হাজীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের বেপারি বাড়ির মোহাম্মদ উল্লার মেয়ে মেহেজাবিনকে (২) তার মা পরোটার সঙ্গে সিদ্ধ ডিম খাওয়াতে গেলে হঠাৎ তার গলায় ডিম আটকে যায়। এ সময় শিশুটি শ্বাস নিতে না পেরে হাঁসফাঁস করতে থাকে। অবস্থা বেগতিক দেখে তাকে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তানভির হাসান তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, একই দিন বিকালে উপজেলার পিরোজপুর গ্রামে মুন্সী বাড়ির মো.রুবেল হোসেন মুন্সীর ছেলে মো. ইশরাক হোসেন মুন্সী (দেড় বছর) বন্ধুদের সঙ্গে খেলার এক ফাঁকে হঠাৎ বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাকে না দেখে উদ্বিগ্ন স্বজনরা তাকে খুঁজতে থাকে। এরপর একসময় তাকে পুকুরে ভাসতে দেখা যায়। পরে তাকে পানি থেকে তুলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ তানভীর হাসান ইউএনবিকে বলেন, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই মারা যায়। পরে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক দু শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,‘এ ব্যাপারে দুটি অপমৃত মামলা করা হয়েছে।’
১৪ ফেব্রুয়ারি ২০২৫
এজি