Home / চাঁদপুর / চাঁদপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২

চাঁদপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২

চাঁদপুরে পৃথক অভিযানে ৪শ’২০ পিস ইয়াবাসহ ফয়সাল শেখ (২৪) ও সজিব চৌধুরী নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।

১ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মডেল থানার এসআই মোঃ রাশেদুজ্জামান ও এএসআই আবু হানিফ শহরের গনি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ফয়সাল শেখ ও বাসস্ট্র্যান্ড ফয়সাল মার্কেটের সামনে থেকে সজিব চৌধুরীকে আটক করেন।

আটককৃত ফয়সাল শেখ বড় স্টেশন ক্লাব রোড এলাকার রফিক শেখের ছেলে ও সজিব চৌধুরী সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর গ্রামের নিরঞ্জন চৌধুরীর ছেলে।

এসআই মোঃ রাশেদুজ্জামান জানায়, মঙ্গলবার বিকেলে শহরের গনি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ফয়সাল শেখ কে ৪শ পিস ইয়াবাসহ আটক করা হয়। সে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। অপর অভিযানে শহরের বাসস্ট্র্যান্ড ফয়সাল মার্কেটের সামনে থেকে সজিব চৌধুরীকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। সে জিআর-১৮১/১৯ মাদক মামলার আসামী।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ নাসিম উদ্দিন জানায়, বুধবার আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

স্টাফ রিপোর্টার,১ ডিসেম্বর ২০২০