Home / চাঁদপুর / চাঁদপুরে নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন
নিরাপদ সড়ক, নিরাপদ সড়ক চাই

চাঁদপুরে নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন

নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুর জেলা শাখার আয়োজনে সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতার লক্ষে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

২১ অক্টোবর,বুধবার বিকেলে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতিতে চালক, যাত্রী, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে সড়ক নিরাপত্তা বিভিন্ন বিষয় তুলে ধরে ক্যাম্পেইন ও সচেতনতামূলক লিফলেট ও বিতরণ করা হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোঃ আবদুর রহমান গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন
সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, ইসলামিক ফাউন্ডেশন সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ শরিফুল ইসলাম মুন্সী প্রমুখ।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মুসাদ্দেক আল আকিবের পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম আকাশ,প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল খালেক,ফরহাদ আলম,দপ্তর সম্পাদক মামুন শনি, মোঃ শরিফুল ইসলাম, সদস্য রুবেল হোসেন,আবদুল মতিন তপাদার, মোহাম্মদ রহমতউল্লাহ ও লোকমান হোসেন সোহাগ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিবেদক:শরীফুল ইসলাম,২১ অকে্টাবর ২০২০