Home / চাঁদপুর / চাঁদপুরে ডাকাতিয়া থেকে যুবকের লাশ উদ্ধার

চাঁদপুরে ডাকাতিয়া থেকে যুবকের লাশ উদ্ধার

চাঁদপুরে ডাকাতিয়া নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এলকাবাসীর সংবাদের ভিত্তিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ডাকাতিয়ার নদীর রঘুনাথপুর নদীপাড়ে একটি লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে মডেল থানার পুলিশকে খবর দিলে এসআই রাশেদুজ্জামান লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, ময়না তদন্ত শেষে নিহতের সন্ধান না পেলে অথবা তার স্বজনদের না পেলে লাশটি অঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে।

আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট

 

||আপডেট: ০৫:২৮ পিএম, ১২ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার

এমআরআর