Home / চাঁদপুর / চাঁদপুরে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা

চাঁদপুরে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা

বঙ্গবন্ধু পেশাজীবী লীগ চাঁদপুর জেলা শাখার আয়োজনে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১৩ নভেম্বর শুক্রবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা সড়কের কর্ণার প্লাজার ৪র্থ তলায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক
মিজানুর রহমান কালু ভূইয়া।

বঙ্গবন্ধু পেশাজীবী লীগ চাঁদপুর জেলা শাখার আহবায়ক মো. ফরহাদ হোসেন ফারুক আহম্মেদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল হালিমের পরিচালনায় প্রধান বক্তার হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক আবু হানিফ, বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন,অরূপ কর্মকার।

এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পেশাজীবী লীগ চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা নুরজাহান কুমকুম, চাঁদপুর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি সাদ্দাম হোসেন, সংগঠনের যুগ্ম আহবায়ক আবু হানিফ, সদস্য জনি, জাহিদ হাসান, বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তির ভারপ্রাপ্ত সম্পাদক নিবলু পাটওয়ারী প্রমুখ।

প্রতিবেদক:শরীফুল ইসলাম,১৩ নভেম্বর ২০২০