Home / চাঁদপুর / চাঁদপুরে জেএসসি-জেডেসিতে ৪ দিনে ১১ শ’ শিক্ষার্থী অনুপস্থিত
examinition-19
ফাইর ছবি

চাঁদপুরে জেএসসি-জেডেসিতে ৪ দিনে ১১ শ’ শিক্ষার্থী অনুপস্থিত

চাঁদপুরে জেএসসি-জেডেসিতে ৪ দিনে ১১ শ’ শিক্ষার্থী অনুপস্থিত ছিল । মঙ্গলবার ৬ নভেম্বর জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা চাঁদপুর টাইমসকে এ তথ্য জানান।
প্রাপ্ত তথ্য মতে,২ নভেম্বর জেএসসিতে ৪৭৭ জন, ৪ নভেম্বর ১১২ জন, ৫ নভেম্বর অনুপস্থিত ছিল। ২ নভেম্বর জেডেসিতে ৩৯১ জন, ৩ নভেম্বর ৭ জন, ৪ নভেম্বর ২ জন ও ৫ নভেম্বর ১০ জন অনুপস্থিত ছিল

২ নভেম্বর ভোকেশনালে ৪৮ জন, ৪ নভেম্বর ১৫ জন ও ৫ নভেম্বর ১০ জন অনুপস্থিত ছিল।

প্রসঙ্গত ,২ নভেম্বর সারাদেশের মত চাঁদপুর জেলার ৮ উপজেলা ২০১৯ শিক্ষা বর্ষে ৮২ কেন্দ্রে সাড়ে ৪৬ হাজার শিক্ষার্থী জেএসসি,জেডেসি ও ভোকেশনালে অংশ নিচ্ছে। ২ শ ৯৩ মাধ্যমিক বিদ্যালয়ের ৪৬ হাজার ৬ শ ২১ জন শিক্ষার্থী ৪৮ টি কেন্দ্রে, ২ শ’৬০ মাদ্রাসার ১০ হাজার ৩ শ ৫৩ জন শিক্ষার্থী ২৩ টি কেন্দ্রে এবং ভোকেশনালের ২ হাজার ১শ’৪৮ জন শিক্ষার্থী ১০ টি কেন্দ্রে এবার জেএসসি-জেডেসিতে ও ভোকেশনালে অংশ নিয়েছে।

আবদুল গনি, ৬ নভেম্বর ২০১৯