Home / চাঁদপুর / চাঁদপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
dC

চাঁদপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

“সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন” এবং “সকলের হাত, পরিচ্ছন্ন থাক” পৃথক দু’টি স্লোগানে চাঁদপুরে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৬ অক্টোবর সকাল ৯টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চাঁদপুর। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ কবির চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শওকত ওসমান।

উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি টেকন্যিকাল স্কুল এ- কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ।

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান স্যানিটেশন ও হাত ধোয়া সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

করেসপন্ডেন্ট ,১৬ অক্টোবর ২০১৯

ইন্টারনেট কানেকশন নেই