Home / উপজেলা সংবাদ / চাঁদপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের র‌্যালি
চাঁদপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের র‌্যালি

চাঁদপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের র‌্যালি

আশিক বিন রহিম :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪০ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালি বের করেছে চাঁদপুর জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার সকালে চাঁদপুর সরকারি কলেজ থেকে জেলা ছাত্রলীগের উদ্যোগে শোক র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।

পরে র‌্যালি শেষে জাতির জনককে শ্রদ্ধা জানিয়ে সভাপতির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাভাপতি শেখ মো. মোতালেব।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান তৃপ্তির পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আইউব আলী বেপারী, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম রেদওয়ান, সাধারণ সম্পাদক মো. নাছির গাজী, শহর ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রবিন পাটওয়ারীর, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক আতাউর রহমান পারভেজ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রাজন, সাংগঠনিক সম্পাদক ফোরকান আহমেদ সায়ান।

এ ছাড়াও সদর উপজেলা ছাত্রলীগ, শহর ছাত্রলীগের সকল ওয়ার্ড ও কলেজ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।