Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে এম জে এস বালিকা উবি’র ম্যানেজিং কমিটির অনুষ্ঠিত

হাইমচরে এম জে এস বালিকা উবি’র ম্যানেজিং কমিটির অনুষ্ঠিত

চাঁদপুরে হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী এম জি এস বালিকা উচ্চ বিদ্যালয়ের নব গঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৯ নভেম্বর বৃহস্পতিবার এম জি এস বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য এস এম আল মামুন এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার মাহবুব এর পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ মানিক দেওয়ান, ছলেমান প্রধানিয়া, জাহাঙ্গীর আলম, মুজাম্মেল হক, মহিলা অভিভাবক সদস্য নাজমা রহমান।

প্রতিষ্ঠাতা সদস্য মোঃ হারুন অর রশিদ দাতা সদস্য মোতালেব গোলদার, শিক্ষক প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, শফিকুর রহমান, মহিলা শিক্ষক প্রতিনিধি আসমা বেগম প্রমুখ।

প্রথম সভায় সভাপতির বক্তব্যে এস এম আল মামুন বলেন বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে বর্তমান ম্যানেজিং কমিটির সর্বধিক প্রচেষ্ঠা থাকবে। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীদের মাঝে সোহার্দ্য সর্ম্পকের সৃষ্টি করতে হবে। শিক্ষার মান উন্নয়নে সকল সদস্যকে আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে।

প্রতিবেদক: বি.এম. ইসমাইল
২৯ নভেম্বর,২০১৮