Home / চাঁদপুর / চাঁদপুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
শ্রমিকের

চাঁদপুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোডে গাছের ডাল কাটতে গিয়ে নিচে পড়ে জামাল খান (৬৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

৫ জুন সোমবার দুপুরে জয়তুন গাছের ডাল কাটতে গিয়ে তার মৃত্যু হয়।

সঙ্গে থাকা আরেক শ্রমিক আল আমিন বলেন, আমরা তিনজন সকালে ওই বাড়িতে গাছ কাটতে যাই। জামাল খান গাছের ডাল কাটতে হঠাৎ করে নিচে পড়ে যায়। পরে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আমরা মরদেহ বাড়িতে নিয়ে যাই।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুশান্ত কুমার বিশ্বাস বলেন, ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, এ ঘটনা কেউ আমাদেরকে জানায়নি। তবে পরিবারের লোকদের কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্টাফ করেসপন্ডেট, ৫ জুন ২০২৩