Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুরে কৃষকদের সাথে টেকনোলজি শেয়ারিং প্রশিক্ষণ
চাঁদপুরে কৃষকদের সাথে টেকনোলজি শেয়ারিং প্রশিক্ষণ

চাঁদপুরে কৃষকদের সাথে টেকনোলজি শেয়ারিং প্রশিক্ষণ

চাঁদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দোগে তরপুরচন্ডীর কৃষাণ-কৃষাণীদের টেকনোলজি শেয়ারিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রোববার (৮জুলাই) সদর উপজেলা হল রুমে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলোজি প্রোগাম ফেজ-২ (এনএটিপি) এর আওতায় সিআইজি ও ননসিআইজি কৃষকদের মধ্যে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ জাকির হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, কৃষি উন্নয়নে বাংলাদেশ আজ একটি রোল মডেলে পরিণত হয়েছে। কৃষকরা ফলন উৎপাদন করায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বর্তমান সরকার কৃষি উৎপাদন ব্যবস্থাকে আধুনিক এবং সুসংগঠিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।

তিনি আরো বলেন, সম্প্রতি জাতিসংঘে খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আমাদের প্রচলিত ‘ভাসমান সবজি চাষ পদ্ধতি বিশ্বের ঐতিহ্যবাহী চাষপদ্ধতির স্বীকৃতি পেয়েছে। আমরা নিজের পায়ে দাঁড়াবো। মাথা উঁচু করে দাঁড়াবো। কারো কাছে হাত পাতবো না। অনন্ত নিজের পরিবারের স্বার্থে বিশ মুক্ত শাক-সবজি চাষাবাদ করুণ। প্রশিক্ষণ লব্দ জ্ঞান কাজে লাগিয়ে নিজ আঙ্গিনায় শাক- সবজি চাষ করতে সকলকে আহবান জানান ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার দিল আতিয়া পারভীন, দৈনিক চাঁদপুর কণ্ঠের বিভাগীয় কৃষিকণ্ঠের সম্পাদক মুহাম্মদ আবদুর রহমান গাজী ও উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মোবারক হোসেন প্রমুখ।

তরপুরচ-ী ইউপি সদস্য মোঃ আরশাদ মোল্লার সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক জিএম ইমাম হাসান, ইউপি সদস্য মোঃ সফিউদ্দিন বন্দুকসী সাফা, কৃষাণ আঃ খালেক প্রমুখ।

উপস্থিত ছিলেন ইউপি সচিব তাসলিমা আক্তার, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মোবারক হোসেন ও পারভীন আক্তার, ইউপি সদস্য মোঃ মজিবুর রহমান গাজী, মোঃ হাসেম খন্দকার, মোঃ হারুন খান, কৃষাণ মোঃ শাহাদাত হোসেন ,কৃষাণী আনোয়ারা বেগমসহ শতাধিক কৃষাণ-কৃষাণী এ প্রশিক্ষণে অংশ নেয়।

প্রতিবেদক : আশিক বিন রহিম

Leave a Reply