Home / চাঁদপুর / চাঁদপুরে করোনা সংক্রমন রোধে তথ্য অফিসের সচেতনতা

চাঁদপুরে করোনা সংক্রমন রোধে তথ্য অফিসের সচেতনতা

সারাদেশ সাথে ভয়াবহ মরণঘাতী করোনা ভাইরাস আতংকে রয়েছে চাঁদপুর বাসীও। ইতিমধ্যে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সচেতনতা মূলক নানা কর্মকান্ড চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন, চাঁদপুর স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। একই সাথে সচেনতা মুলক কর্মকান্ড চালিয়েছে চাঁদপুর জেলা তথ্য অফিসও।

যেদিন থেকে বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়। তারপর থেকেই দেখা গেছে চাঁদপুর শহরের বিভিন্নস্থানে করোনা ভাইরাস সচেতনতার জন্য চাঁদপুর জেলা তথ্য অফিস মাইকিং করে প্রচারনা চালায় এবং পরামর্শ মূলক বিভিন্ন লিপলেট বিতরণ ও বিভিন্নস্থানে ব্যানার টানিয়ে দেয়। তারই অংশ হিসেবে বেশ কিছুদিন ধরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সামনে দেয়ালের ওপর এভাবেই করোনা ভাইরাস সংক্রমন ঝুঁকি রোধ করতে সচেতনতার জন্য গন যোগাযোগ অধিদপ্তর ও তথ্য মন্ত্রনালয়ের আওতাধীন চাঁদপুর জেলা তথ্য অফিস দুটি ব্যানার টানিয়ে রাখতে দেখা যায়।

ব্যানার দুটিতে পরামর্শ মূলক অনেক কথা লেখা রয়েছে এবং প্রতিকী ছবি,র চিহ্ন দিয়ে কিভাবে কি করতে হবে তা বুঝানো হয়েছে। যা দেখলে এবং পড়লে সাধারন মানুষ এখান থেকে অনেক কিছুই জানতে পারবেন।

প্রতিবেদক:কবির হোসেন মিজি,২ এপ্রিল ২০২০