Home / চাঁদপুর / চাঁদপুরে করোনায় নতুন ১৫ জন : আক্রান্তের সংখ্যা মোট ১,৯২৫ জন
corona-test

চাঁদপুরে করোনায় নতুন ১৫ জন : আক্রান্তের সংখ্যা মোট ১,৯২৫ জন

চাঁদপুরে গত ২৪ ঘন্টায় ১১৬ জনের স্যাম্পল পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫ জনের পজিটিভ পাওয়া যায়। রাত সাড়ে ১০ টায় সংক্ষিপ্তাকারে এ তথ্য জানা গেছে। তবে নতুন কোনো মৃত্যু নেই । জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১,৯২৫ জন । এর মধ্যে মৃতের সংখ্যা আগের ৭৫ জনই। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

জেলায় ৭৫ জন মৃতের উপজেল াভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১ জন, হাজীগঞ্জে ১৭ জন, ফরিদগঞ্জে ১০জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা.সাখাওয়াত উল্লাহ আরো জানান, গত ২৪ ঘন্টাসহ সংগৃহীত নমুনার সংখ্যা ৭২৪৭ টি। রিপোর্ট এসেছে ৭১৩১টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১৯২৫ জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৩১৭জন। চিকিৎসাধীন আছেন ৫১৮জন। এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৬৭৩জন।

আবদুল গনি , ৯ আগস্ট

ইন্টারনেট কানেকশন নেই