Home / চাঁদপুর / চাঁদপুরে ইয়াবাসহ আটক যুবকের ৬ মাসের কারাদণ্ড

চাঁদপুরে ইয়াবাসহ আটক যুবকের ৬ মাসের কারাদণ্ড

চাঁদপুর শহরের চৌধুরীপাড়া শাহমঞ্জিল হতে ইয়াবাসহ শাহরিয়ার ইমন নামের যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ১৪ জানুয়ারি মঙ্গলবার সকালে আটক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৩শ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শহরের চৌধুরীপাড়া শাহমঞ্জিল হতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ইন্সপেক্টর ও সঙ্গীয়ফোর্স কর্তৃক দশ পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে শাহরিয়ার ইমনকে আটক করা হয়। পরে তাকে ত্র্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সেবন করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৯ এর উপধারা ১ এর দফা (গ) লংঘন করার অপরাধে ০৬(ছয়) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং তিনশত টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান করেন মাদক ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমান,পেশকার মোঃ জহিরুল ইসলাম সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফোর্সের সদস্যবৃন্দ।

প্রতিবেদক:মাজহারুল ইসলাম অনিক