Home / চাঁদপুর / চাঁদপুরে আরো ৫ জনের করোনাসহ শনাক্ত ২,৮৫৮ জন
করোনাভাইরাস শনাক্তকরণে
ফাইল ছবি

চাঁদপুরে আরো ৫ জনের করোনাসহ শনাক্ত ২,৮৫৮ জন

চাঁদপুরে গত ২৪ ঘন্টায় আরো ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,৮৫৮ জন। জেলায় মৃতের সংখ্যা ৮৮ জন। সুস্থ হয়েছেন ২,৭১৯ জন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে ৬১টি রিপোর্ট আসে। এর মধ্যে ৫টি করোনা পজেটিভ। বাকী ৫৬টি রিপোর্ট করোনা নেগেটিভ। চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২,৮৫৮ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১,২৪৪ জন, ফরিদগঞ্জে ৩১৪জন, মতলব দক্ষিণে ৩০৮জন, শাহরাস্তিতে ২৫৯জন, হাজীগঞ্জে ২৪৩জন, মতলব উত্তরে ২১০জন, হাইমচরে ১৭৪জন ও কচুয়ায় ১০৬জন।

করোনায় জেলায় ৮৮ জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৮জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১৪জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।

আবদুল গনি , ৬ মার্চ ২০২১