Home / চাঁদপুর / চাঁদপুরে আরো ২ স্বাস্থ্যকর্মীর করোনা পজেটিভ : আক্রান্ত বেড়ে ৬৭
আইসোলেশনে

চাঁদপুরে আরো ২ স্বাস্থ্যকর্মীর করোনা পজেটিভ : আক্রান্ত বেড়ে ৬৭

চাঁদপুরে আরো ২ জন স্বাস্থ্যকর্মীর নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। এদের একজন চাঁদপুর সদর হাসপাতাল নার্স সুপারভাইজার ও অন্যজন সিভিল সার্জন অফিসের কর্মচারী। এ দিন জেলার মোট ৪৩ জনের নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে ২জন পজেটিভ, ৪১জনের রিপোর্ট করোনা নেগেটিভ।

এ নিয়ে চাঁদপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭জন। এর মধ্যে মৃত ৪জন, সুস্থ হয়েছেন ১৪জন। বাকীরা চিকিৎসাধীন। শনিবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন অফিস এসব তথ্য জানিয়েছে।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৬৭ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৩৯, ফরিদগঞ্জে ৭, মতলব উত্তরে ৬, হাজীগঞ্জে ৫, মতলব দক্ষিণ ৩জন, কচুয়ায় ৩, হাইমচরে ২ ও শাহরাস্তিতে ২জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ শনিবার এক প্রেস নোটে জানান, চাঁদপুর থেকে আরো ২০জনের নমুুনা প্রেরণ করা হয়েছে করোনা টেস্টের জন্য। বুধবার সকালে এসব নমুনা পাঠানো হয়। এ নিয়ে মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ১০০৬। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৯৩৪টি। রিপোর্ট অপেক্ষমান ৭২টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫৭জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫০জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৭জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৩৬৬৩জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৫৯৯জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৬৪জন। (প্রবাহ)

বার্তা কক্ষ,১৬ মে ২০২০